আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস জোগাবে পবিত্র আশুরা: ইকরামুল খান

আমার দেশ অনলাইন
সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস জোগাবে পবিত্র আশুরা: ইকরামুল খান

বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইকরামুল হক খান বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।

বিজ্ঞাপন

রোববার (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

প্রকৌশলী মো. ইকরাম বলেন, পবিত্র আশুরার শোকাবহ এই দিনে সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)সহ কারবালার প্রান্তরে শাহাদতবরণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল বলেন, অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন বলে উল্লেখ করে তিনি বলেন, সমগ্র পৃথিবী সৃষ্টিসহ নানা তাৎপর্যপূর্ণ ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল (সা.) পবিত্র আশুরা উপলক্ষ্যে দুটি রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সকলের প্রতি বেশি বেশি নেক আমল করার আহবান জানান। তিনি সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে তিনি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন