হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা সাকিবের, যা বললেন ডাকসু ভিপি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০: ০১
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০: ০৮
ডাকসু ভিপি সাদিক কায়েম ও ক্রিকেটার সাকিব আল হাসান

ছাত্র-জনতার বিপ্লবে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞাপন

পোস্টে সাদিক কায়েম লেখেন—আওয়ামী দোসর ও ক্রিকেটার সাকিব আল হাসান। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়-খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না।

তিনি লেখেন—ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা- এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে।

ডাকসু ভিপি পোস্টের শেষাংসে লেখেন—আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।

এর আগে রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে সাকিব আল হাসান লেখেন, ‘শুভ জন্মদিন আপা’।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত