কারাদণ্ডপ্রাপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জুয়েল মৃধা জামিনে মুক্ত হয়েছেন। শুক্রবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আওয়ামী-লীগের সময় মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হন। ছাত্রদল নেতা মো. জুয়েল মৃধার সঙ্গে, শহিদুল ইসলাম শহীদ, শাহাদাত খান জামিনে মুক্তি পান।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের অবরোধকালীন সময়ে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড হয়েছিল তার বিরুদ্ধে। মামলার সাজা বহাল থাকায় রোববার সকালে তিনি ঢাকার সি এম এম কোর্টের ৯ নং আদালতে আত্মসমর্পণ করতে যান। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবীরা জানান, জুয়েল মৃধার বিরুদ্ধে মোট ৫৭টি মামলা রয়েছে। এর মধ্যে প্রায় সব মামলার বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। শুধুমাত্র ২০১৫ সালের অবরোধকালীন মামলাতেই দণ্ড বহাল রয়েছে।

