আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারওয়ান বাজারে জামায়াতের নির্বাচনি সমাবেশে জনতার ঢল

স্টাফ রিপোর্টার

কারওয়ান বাজারে জামায়াতের নির্বাচনি সমাবেশে জনতার ঢল
ছবি: আমার দেশ

রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলনের নির্বাচনি সমাবেশে জনতার ঢল নেমেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় ভরে গেছে সমাবেশস্থল। দলে দলে মিছিল আসছে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে।

বিজ্ঞাপন

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখবেন। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।

কিছুক্ষণ আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও সকাল থেকে স্লোগানে স্লোগানে মুখরিত রয়েছে সমাবেশস্থল।

আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই; গোলামী না আজাদি, আজাদি আজাদি; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; শেরপুরে খুন কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান চলছে। মাঝেমধ্যে সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামি সংগীত ও নির্বাচনি নাটিকা পরিবেশন করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন