'ইউনাইটেড লিবারেল পার্টি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৭: ৩৮
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৮: ৪৯

'ইউনাইটেড লিবারেল পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে আনুষ্ঠানিকভাবে দলটি আত্মপ্রকাশ করে।

এতে মো. আমিনুল ইসলাম চেয়ারম্যান ও মো. আশরাফুল আলম সৈকতকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, ইউনাইটেড পার্টি নতুন কোনো সংগঠন নয়। এটা আমাদের পুরোনো সাথী। লিবারেল পার্টি নাম দিয়ে বারবার ভেঙ্গেছে। আগামীতে আপনারা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবেন এটাই আমাদের প্রত্যাশা। ৫ আগস্টের চেতনার মধ্য দিয়ে আপনাদের জয়যাত্রা শুরু হলো। ৫ আগস্টের বৈষম্যবিরোধী লড়াইকে ধারণ করে সামনে অগ্ৰসর হবেন বলা আশা করছি।

তিনি আরো বলেন, আমাদের কার্যকলাপের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ থাকা রাজনৈতিক কালচার। কিন্তু সেটা বিভিন্ন কারণে সম্ভব হয়নি। এমনকি আমার দল বহুদলে বিভক্ত। বিভাজনের রাজনীতি বাংলাদেশকে গ্ৰাস করেছে। যেকোনো বিভেদ আমাদের জন্য দুঃখের। আমাদের আনন্দে আত্মহারা হওয়ার সুযোগ নেই। এখনো নির্বাচনকে বানচাল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বিগত এক বছর আগে আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্য ধরে রাখতে হবে।

কমিটিতে দলটির সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি (১) শওকত হোসেন চৌধুরী, (২) ফেরদৈাস, (৩) মুফতি আব্দুল্লাহ, যুগ্ম-মহাসচিব (১) মো. কামাল হোসেন, (২) মো. শামীম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সহ-সাধারণ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক, (১) সুমন আহমেদ (২) রিয়াদ চৌধুরী, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. শহিদুল ইসলাম, ক্রিয়া সম্পাদক মো. এনামুল হোসেন , সহ-ক্রিয়া সম্পাদক মো. হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. সুলাইমান হোসেন মিন্টু, অর্থ সম্পাদক মো. সোহাগ,সহ-অর্থ সম্পাদক কাইয়ুম চাকলাদার, মহিলা বিষয়ক সম্পাদক ডা. আসমা আকতার, ধর্ম বিষয়ক সম্পাদক, সাব্বির হোসেন আমির এবং সহ প্রচার সম্পাদক ডা. হাসান আলী।

এছাড়াও সদস্য শহিন, মো. জাহিদুল ইসলাম, মো. তানভীর আহমেদ, মো. খোরশেদ আলম, জামাল ঢালী, সুজন বরকত, আলাউদ্দিন এবং মো. রায়হান হোসেন।

সভাপতির বক্তব্যে ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিভিন্ন নির্যাতনের পরও আমরা পিছপা হইনি। বিগত সময়ে সকল কর্মসূচিতে ১২ দলীয় জোট অংশগ্রহণ করেছে। এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। দেশের মানুষ জানে, কিভাবে ফ্যাসিবাদ হটাতে হয়।

তিনি আরো বলেন, ১২ দলীয় জোটের নেতৃত্বে ছিলাম আছি এবং থাকবো। ১২ দলীয় জোটের সিদ্ধান্তের বাহিরে লিবারেল পার্টি কখনো যাবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সুষ্ঠু একটি দেশ গড়া হবে। যেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাস্তানি থাকবে না।

ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত