আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জকসুতে বিজয়ীদের ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

জকসুতে বিজয়ীদের ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অভিনন্দন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো যৌথ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় নেতারা বলেন, দুই যুগ পরে বহুল কাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জকসুর প্রথম নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিপি, জিএস ও এজিএস পদসহ ২১ পদের মধ্যে ১৭ পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীদের বিজয়ী করেছেন। এই বিজয় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের সমর্থনের বহিঃপ্রকাশ।

জামায়াত নেতারা আরো বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন, চব্বিশের জুলাই বিপ্লবসহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। ইসলামী ছাত্রশিবিরের কর্মকাণ্ডকে সুশৃঙ্খল, গণতান্ত্রিক, আদর্শিক ও নৈতিক হিসেবে চিহ্নিত করেই ডাকসু, জাকসু, রাকসু, চকসু ও জকসু নির্বাচনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্যানেলকে বিজয়ী করে মূলত জাতিকে বার্তা দিয়েছে, এ দেশে সন্ত্রাস-চাঁদাবাজ, দুর্নীতি, লুটপাট, ধর্ষক, খুনি ও নৈরাজ্যকারীদের স্থান নেই। সৎ, যোগ্য, আল্লাহভীরু, ন্যায়পরায়ণ, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নেতৃত্ব জাতির জন্য কল্যাণকর।

তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ, যোগ্য, আল্লাহভীরু, ন্যায়পরায়ন, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত ইসলামী ছাত্রশিবিরের কাছে ছাত্র সংসদের নেতৃত্ব তুলে দিয়েছে। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। তারা শিক্ষার্থীদের ভোটের ফলাফল ভিন্ন খাতে রূপ দিতে দেশ-বিদেশ থেকে নানা রকম ষড়যন্ত্র-চক্রান্ত করেছে। শিক্ষার্থীরা নিজেদের ভোটের ফলাফল বুঝে নিতে গভীর রাত পর্যন্ত পাহাদারিত্বের ভূমিকা রেখেছে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন