আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার

ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা জামায়াত আমিরের

ক্ষমতায় গেলে নারীদের জন্য একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে এ প্রত্যাশার কথা জানান তিনি ।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন-‘সামনের বাংলাদেশকে একটি সম্ভাবনাময়, মানবিক ও কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের মা-বোনদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ। এমন একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের মা–বোনদের স্বপ্ন, পরিকল্পনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে জানতে আমি সম্প্রতি অংশ গ্রহণ করেছি “উদ্ভাসিত নারী” শীর্ষক এক মতবিনিময় সভায়। সেখানে এসব বিষয়ে সরাসরি জানার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমার চিন্তা ও পরিকল্পনাসমূহ আরও শাণিত করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ তায়ালার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে আমাদের নারীদের জন্য একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় এই বিস্তারিত পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, যারা এই সুন্দর আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সামনের দিনগুলোতে আমাদের মধ্যে এমন আরও অর্থবহ যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে, ইনশাআল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন