ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৩: ০৫
আপডেট : ১৫ মে ২০২৫, ১৪: ৪৯

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১৯ জুলাই দুপুর আনুমানিক ২ টায় যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

এই ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। গ্রেপ্তারকৃত কাজিম উদ্দিন আহম্মেদ ওই মামলার এজাহারভুক্ত আসামি।

এর আগে কাজীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী সালিহা সিদ্দিকা শিফার সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

এমবি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত