আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ, এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ, এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি

নেত্রকোনার মদনে এনসিপির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এনসিপির নেতা নাসির উদ্দীন পাটোয়ারী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় এ বিক্ষোভ মিছিল হয়।

রোববার (২৭ জুলাই) নেত্রকোনার কালেক্টর মাঠে এনসিপির জনসভায় নাসির উদ্দীন পাটোয়ারী, আলোচিত ১০ ট্রাক অস্ত্র চালানের বিষয়ে হাওরাঞ্চলের জনপ্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দায়ী করে অপ্রাসঙ্গিক বক্তব্য দেয়ায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নেত্রকোনার মদনে বাবরের নিজ এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সাধারণ জনতা এ মিছিলে অংশ নেয়।

মিছিল শেষে বক্তব্যকালে বিএনপি নেতারা বলেন, নাসির উদ্দীন পাটোয়ারী যদি ওই বক্তব্যের জন্য ক্ষমা না চায়, নেত্রকোনায় এনসিপিকে নেত্রকোণা ঘোষণা করা হবে।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল আমিন। এ ছাড়াও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন