শিক্ষা সচিব প্রত্যাহার, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জুলাই ঐক্যর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৬: ২৯
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৬: ৩৩

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে জুলাই ঐক্য।

মঙ্গলবার জুলাই ঐক্যর সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল জুলাই ঐক্য। অন্যাথায় সচিবালয়ে কফিন মিছিল নিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিল সংগঠনটি।

জুলাই ঐক্যর সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের একজন চিহ্নিত আওয়ামী ফ্যাসিবাদের দোসর। সিদ্দিক জোবায়ের সাবেক বিদ্যুৎ প্রতি মন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্যাশিয়ার হিসেবে পরিচিত। শিক্ষা জীবনে ৩য় শ্রেণি প্রাপ্ত। আওয়ামী ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতে লুটপাটের তিনি অন্যতম সহযোগী। অবসরে যাওয়ার পরও কার সুপারিশে কী কারণে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল সরকার এখন পর্যন্ত তা পরিষ্কার করেনি। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় সিদ্দিক যোবায়ের এর নেতৃত্বে ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত