আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আলোচিত ঢাকা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

আমার দেশ অনলাইন

আলোচিত ঢাকা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরো ৩৬টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ঘোষিত এই প্রার্থীদের নাম প্রকাশ করেন।

বিজ্ঞাপন

নতুন তালিকায় দেখা যায়, ঢাকা-১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে।

এ আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ লক্ষ্যে তিনি এ এলাকার ভোটার হওয়ার আবেদন করেছেন।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়নের কথা জানিয়েছিল। বিএনপি মহাসচিব আজ ঘোষণা করেন যে, ঘোষিত আসনগুলোতে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন