আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করছেন তারেক রহমান

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বপরিবারে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বাসে করেই ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র সংবর্ধনা মঞ্চে যাচ্ছেন তারেক রহমান। বাসটির সামনে লেখা রয়েছে ‘সবার আগে বাংলাদেশ’। এ সময় বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করছেন তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে তারেক রহমানের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকায় অবতরণ করে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

অবতরণের পর তাকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব স্থায়ী কমিটির নেতারা ফুল দিয়ে বরণ করেন।

এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিলেটে কিছুক্ষণ যাত্রাবিরতির পর ঢাকার অবতরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...