আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ছাত্রদল।
সোমবার রাতে রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত ও আজিমপুর এলাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান-এর উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণকালে সালেহ আদনান বলেন, শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহান মানবিক দায়িত্ব। মরহুমা বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানবিকতা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তার সেই আদর্শ অনুসরণ করেই ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, সাবেক আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান রাজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির মাধ্যমে প্রায় দুই শতাধিক শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল উপহার দেওয়া হয়। কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

