বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮: ৪৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানকে ‘কালো শক্তি’ এবং আন্দোলনকারী সংগঠনকদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেওয়ার প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সন্ধায় রাজধানীসহ কয়েক জায়গায় ফজলুর রহমানের ছবিতে জুতা নিক্ষেপ ও তার কুশপুত্তলিকা দাহ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেছেন, আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মৌলিক সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার ছাড়া কোনোভাবেই বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকার এখনও পর্যন্ত মৌলিক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। গণমাধ্যম সংস্কার না করার কারণেই ফজলুর রহমান গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার দুঃসাহস দেখিয়েছে। এখনও পর্যন্ত জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন বিলম্বিত হচ্ছে। এর দায় আনুষ্ঠানিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। বিএনপিকে অবশ্যই ফজলুর রহমানের স্থায়ী বহিষ্কার নিশ্চিত করতে হবে এবং তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’

এতে উপস্থিত সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম বলেন, ‘যারা আমাদের গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তারা আসলে আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের মতোই তাদেরও পরিণতি অনিবার্য। ফজলুর রহমানও একই পরিণতির দিকে এগোচ্ছেন।’এ সময় সংগঠনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন, ‘ফজলুর রহমান ’২৪ এবং ’৭১-কে মুখোমুখি দাঁড় করানোর ঘৃণ্য ষড়যন্ত্র করছেন। এই চক্রান্ত চব্বিশের বিপ্লবী ছাত্র-জনতা কোনোভাবেই সফল হতে দেবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করে যে, জনগণের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই অভ্যুত্থানকে কোনোভাবেই কলঙ্কিত হতে দেওয়া হবে না। মৌলিক সংস্কার, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জুলাই অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত