অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান চরমোনাই পীরের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৮: ৪৫
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৮: ৫৯

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পতিত ফ্যাসিবাদের হিংস্র রুপ আবারো দেখা দিয়েছে। অগ্নি সন্ত্রাস, চোরাগুপ্তা হামলা, ককটেল হামলা করাসহ নানাভাবে ভয়ংকর দানবতুল্য সেই অপশক্তি আবারো মাথাচাড়া দিয়েছে। এই শক্তিকে প্রতিহত করতেই হবে। সেজন্য জনপ্রশাসনের পাশাপাশি সকল রাজনৈতিক শক্তিকেও ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।

বুধবার গণমাধ্যমে পাঠানে বিবৃতিতে চরমোনাই পীর আরো বলেন, পতিত ফ্যাসিস্ট তাদের কৃতকর্মের জন্য কোনোভাবেই ক্ষমা প্রার্থনা করে নাই এবং এখন তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিদেশে বসে দেশে সন্ত্রাস উস্কে দিচ্ছে। এই অপশক্তির কাছে দেশ, মানুষ ও দেশের সম্পদ মূখ্য নয় বরং এদের কাছে তাদের দলীয় স্বার্থ রক্ষাই প্রধান বিষয়। যে দল নির্বিচারে মানুষ খুন করে, যে দল দেশের হাজার কোটি টাকা চুরি করে সেই মাফিয়া সংগঠনকে তারা আবারো দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করতে চায়। এটা কোনভাবেই হতে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশসহ আইন-শৃংখলা রক্ষা বাহিনীকে পূর্ণ সজাগ ও সতর্ক থাকতে হবে। এসব বাহিনীর মধ্যেও পতিত অপশক্তির কেউ ঘাপটি মেরে থাকতে পারে। সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। এবং সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে।

চরমোনাই পীর সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়ে বলেন, জুলাই সনদের আইনীভিত্তি, গণভোটের সময় ইত্যাদি নিয়ে আমাদের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা আছে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ অবস্থান নিতেই হবে। তাই আসুন, অপশক্তির যে কোনো আস্ফালনকে শক্তভাবে প্রতিহত করি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত