চুয়াডাঙ্গায় রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল শনিবার জেলার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস ।
সকাল থেকে সূর্যের দেখা মিললেও হিম শীতল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ, শিশু বয়স্করা। শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে । চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আজ রবিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ । তিনি জানান, গত এক সপ্তাহে তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে ।
গত সপ্তাহে সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। বর্তমানে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাত থেকে সকাল পর্যন্ত কনকনে শীত অব্যাহত থাকছে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

