আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশের মূল প্রাণশক্তি হচ্ছেন কৃষক: তারেক রহমান

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশের মূল প্রাণশক্তি হচ্ছেন কৃষক: তারেক রহমান

বাংলাদেশের মূল প্রাণশক্তি হচ্ছেন কৃষক। কৃষক যদি ভালো থাকে, তাহলে বাংলাদেশ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই জনসভায় নগরে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, এই বিপুল জনগোষ্ঠীর পণ্যমূল্যের ঊর্ধ্বগতি যদি হ্রাস করতে হয়, তাহলে কৃষির উৎপাদন বাড়াতে হবে। আর কৃষির উৎপাদন বাড়াতে হলে আমাদের কৃষক ও কৃষাণীদের পাশে থাকতে হবে। সেজন্য আমরা বলেছি, ১২ ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচিত হতে সক্ষম হলে বাংলাদেশের সকল কৃষকের কাছে ধীরে ধীরে কৃষি কার্ড পৌঁছে দিব।

জনতার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সরকার গঠন করলে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করবে। কিন্তু আপনাদের দায়িত্ব হলো বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করা।

জননিরাপত্তা ও দুর্নীতির ওপর কড়াকড়িভাবে নজর দিতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, গত ১৫ বছর এই দুটি বিষয়ে বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিএনপি অতীতে যতবার দেশ পরিচালনা করেছে, ততবারই এই দুটি বিষয় প্রতিরোধ করতে পেরেছে।

তিনি বলেন, বিএনপি সরকার অতীতে প্রমাণ করেছে—তার দলের লোকও যদি কোনো অনৈতিক কাজে জড়িত থাকে, তাদেরকে ছাড় দেওয়া হয়নি। বিএনপি সরকার গঠন করলে কঠোরভাবে আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে, যাতে নির্বিঘ্নে সাধারণ ও খেটে-খাওয়া মানুষ জীবিকা নির্বাহ করতে পারে।

তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি করে দেশকে নিচের দিকে নামিয়েছিল। এরপর ২০০১ সালে আপনাদের সমর্থনে বেগম খালেদা জিয়া সরকার গঠন করলে ধীরে ধীরে দুর্নীতির করালগ্রাস থেকে দেশকে বের করে এনেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...