আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুশিয়ারার এক রাজা বাগাইড়ের দাম ২ লাখ ৬০ হাজার

সিলেট ব্যুরো

কুশিয়ারার এক রাজা বাগাইড়ের দাম ২ লাখ ৬০ হাজার

মাছের মেলায় এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে বসা মাছের মেলায় দর্শনার্থীদের ভিড় থামিয়ে দিয়েছে এক বিশালাকৃতির বাগাইড় (আইড়) মাছ। ওজন ৬০ থেকে ৬৫ কেজি। দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা।

বিজ্ঞাপন

শেরপুরের কুশিয়ারা নদী থেকে ধরা পড়া বিপন্ন প্রজাতির এই বাগাইড় ছিল মেলার সবচেয়ে বড় আকর্ষণ। মাছটি তোলার পর থেকেই দোকানের সামনে জমতে থাকে উৎসুক জনতার ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ আবার অবাক চোখে দেখছেন নদীর এই ‘দানবাকৃতি’র মাছটি।

শনিবার দুপুর থেকে চতুর্থবারের মতো পীরের বাজারে বসে এই মাছের মেলা। দেশি মাছের পাশাপাশি বিদেশি ও সামুদ্রিক মাছের সমাহার থাকলেও সব নজর কেড়ে নেয় এই একটিমাত্র বাগাইড়।

মাছটি মেলায় নিয়ে আসেন শেরপুরের মাছ ব্যবসায়ী ছয়ফুল মিয়া। তিনি জানান, কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ার পর মাছটি তারা কিনে নেন বিক্রির আশায়। মাছটা মেলায় তোলার পর থেকেই লোকজন শুধু দেখতেই আসছে। দাম চেয়েছি ২ লাখ ৬০ হাজার টাকা। শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হবে, সেটাই এখন দেখার।

নদীর বুক থেকে উঠে আসা এই বাগাইড় যেন এক দিনের জন্য হলেও পীরের বাজারের মেলাকে পরিণত করেছে উৎসুক মানুষের মিলনমেলায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...