আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিব

আমার দেশ অনলাইন

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিব
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভা ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি চেয়ারে বসে আছেন তারেক রহমান। আর তার পা ঘেঁষে বসেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাকিবকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বুধবার সেই ভিডিওর পুরো অংশ নিজের ফেসবুকে পোস্ট করেছেন রাকিব। একই সঙ্গে ওই ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ওই পোস্টে রাকিব লিখেছেন, ‘আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা। গতকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনি জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ দেন। আমি কেডস পরা ছিলাম, তাই বসতে সমস্যা হচ্ছিল। পরে গুম-খুন-নির্যাতিতদের নিয়ে যুগের অধিক সময় ধরে যুগান্তকারী ভূমিকা পালনকারী আতিকুর রহমান রুমন ভাই (আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার) এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যানের ঠিক সামনে পা ঝুলিয়ে বসার জন্য অনুরোধ জানান। তাই সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতি নিয়েই পা ঝুলিয়ে ঠিক তার সামনে গিয়ে বসি।’

রাকিব আরো বলেন, ‘সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিত বোধ করেছি এ কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ৫টি জেলার সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধু ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার নির্দেশ দেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে বয়ান (ন্যারেটিভ) দাঁড় করানো হচ্ছে।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘আশা রাখছি, সবাই বুঝতে সক্ষম হবেন জিয়া পরিবারই নির্যাতিত, মজলুমদের আশ্রয়স্থল। তারা ত্যাগী নেতাকর্মীদের শ্রম-ঘামের মূল্য দিতে জানেন। বিগত সাড়ে ১৫ বছর ছাত্রদলের পতাকাতলে থেকে দেশের জন্য যারা জীবনবাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবাইকেই যার যার অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন।’

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, তিনি মাত্র এক মাস হলো দেশে প্রত্যাবর্তন করেছেন। আমাদের ধৈর্য ও সহনশীলতা নিয়ে তার ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...