আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনি সভায় মিয়া গোলাম পরওয়ার

৫৪ বছরের দুর্নীতির দায় এড়াতে পারবে না তিনটি দল

উপজেলা প্রতিনিধি, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

৫৪ বছরের দুর্নীতির দায় এড়াতে পারবে না তিনটি দল
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনি সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমার দেশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫৪ বছরে যারা দেশ শাসন করেছেন, কোনো দলের নেতা-মন্ত্রীরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার দল কোনো দুর্নীতি করেনি। অতীতের তিনটি দল যারা দেশ শাসন করেছে, কেউই এই দোষ থেকে মুক্ত নয়।’

শুক্রবার (৩০ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী আবুল বাশারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শামীম নুর ইসলামের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মহসিন মিয়া। তিনি বলেন, বাঞ্ছারামপুর একটি মেঘনা-তিতাস বিধৌত জনপদ। জামায়াত সরকার গঠন করতে পারলে উলুকান্দি থেকে দক্ষিণ বাহেরচর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ একটি মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে। যা এ অঞ্চলের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা জোনায়েদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করলে দেশ পাবে শান্তিপ্রিয়, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...