আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের প্রত্যাবর্তনে

৭ রুটে স্পেশাল ট্রেন চেয়ে বিএনপির আবেদন

স্টাফ রিপোর্টার

৭ রুটে স্পেশাল ট্রেন চেয়ে বিএনপির আবেদন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর আনুষ্ঠানিক আবেদনপত্র দিয়েছে দলটি।

বিজ্ঞাপন

আবেদনে উল্লেখ করা হয়, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন তারেক রহমান। তাকে সম্বর্ধনা জানাতে সারাদেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতার ঢাকায় আগমনের সম্ভাবনা রয়েছে।

এ কারণে যাত্রীদের যাতায়াত সহজ করতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করার উদ্যোগ নিতে চায় বিএনপি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও আবেদনে জানানো হয়েছে।

রিজার্ভের জন্য প্রস্তাবিত রেলপথ রুটগুলো হলো: কক্সবাজার–ঢাকা, সিলেট–ঢাকা, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা, টাঙ্গাইল–ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী–ঢাকা, পঞ্চগড়–নীলফামারী–পার্বতীপুর–ঢাকা, কুড়িগ্রাম–রংপুর–ঢাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন