আগে স্থানীয় নির্বাচন ও জুলাই সনদের স্বীকৃতির গনভোট হোক: খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ২১: ২৫

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফার কাসেমী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও জুলাই সনদের গণস্বীকৃতির জন্য গণভোট একসঙ্গেই করা হোক। কারণ স্থানীয় সরকার অচল হয়ে আছে, তাকে সচল করা খুবই জরুরি।

বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টন কার্যালয়ে খেলাফত আন্দোলনের মজলিসে আমেলার (কার্যনির্বাহী কমিটির) মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন না হওয়ার কারণে কোন প্রতিনিধি না থাকায় সাধারণ জনগণ গণ ভোগান্তিতে ভুগছে। জনগণের ভোগান্তি কমানোর জন্যই স্থানীয় সরকার নির্বাচন দ্রুত করা আবশ্যক। তাই জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করা ও জুলাই সনদের গণ স্বীকৃতির গণভোট একই সঙ্গে করা উচিত।

তিনি আরো বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে সরকারি অফিস-আদালতে ধীরগতিতে কাজ চলছে জনগণ তাদের ন্যায্য অধিকার ঠিকমতো পাচ্ছে না রাষ্ট্রের অর্থ অপচয় হচ্ছে জনগণের ক্ষতি হচ্ছে সেদিকে লক্ষ্য রেখেই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সরকারি অফিস আদালত সক্রিয় করা এবং দ্রুত জাতীয় নির্বাচনে ব্যবস্থা করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তাহলে প্রমাণ হবে নির্বাচন কমিশন দক্ষ অভিজ্ঞ ও নিরপেক্ষ। নির্বাচনের কমিশনের ত্রুটিগুলো সামনে ভেসে আসবে উঠবে।

সভায় আরো উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুহাম্মাদ আজম খান, মাওলানা আবুল কাসেম কাসেমী. মাওলানা আব্দুল কাদের কাসেমী, মাওলানা সাঈদুর রহমান, মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ, মাওলামা আব্দুর রহিম কাসেমী, মাওলানা আলী আকবর, মাওলানা কামালুদ্দীন আশরাফ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত