সচিবালয়কে দ্রুত ভারতীয় প্রক্সি মুক্ত করার দাবি জুলাই ঐক্যের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২০: ২১

সচিবালয়কে দ্রুত ভারতীয় প্রক্সি মুক্ত করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার জুলাই ঐক্যর সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানাচ্ছি, এখন পর্যন্ত সচিবালয়ে যে সব আওয়ামী লীগের দোসর ভারতীয় প্রক্সিরা নিয়ন্ত্রণ করছে অভিলম্বে তাদের বরখাস্ত করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনুন।

বিজ্ঞাপন

সচিবালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফ্যাসিবাদের দোসর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় জুলাই ঐক্য।

শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে মঙ্গলবার দুপুর থেকে সচিবালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আমরা জানতে পেড়েছি কিছু শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করার পর প্রশাসন তাদের ওপর আক্রমণ করেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এমতো অবস্থায় উভয় পক্ষের উচিত হবে ধৈর্যের পরিচয় দেওয়া। সরকার ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ তদন্ত কমিটি দ্রুত একটি পদক্ষেপ নিবে বলে বিশ্বাস করে জুলাই ঐক্য।

জুলাই ঐক্য উভয় পক্ষকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি স্বাভাবিক করার অনুরোধ করার পাশাপাশি এই ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিতের অনুরোধ করছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের একজন চিহ্নিত আওয়ামী ফ্যাসিবাদের দোসর। জুলাই ঐক্য থেকে প্রকাশিত ৪৪ আওয়ামী দোসর আমলার মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের নাম ছিল ২৪ নাম্বারে। তাকে আরও আগে অপসারণ প্রয়োজন ছিল। তার অসৌজন্যমূলক আচরণের কারণে আজকে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে জুলাই ঐক্য।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত