আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে মাদ্রাসাছাত্রী গণধর্ষণের প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

গাজীপুরে মাদ্রাসাছাত্রী গণধর্ষণের প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের মানববন্ধন

গাজীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে খেলাফত ছাত্র মজলিস।

শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, গাজীপুরে মাদ্রাসার এক নিরপরাধ ছাত্রীকে অপহরণ করে নৃশংসভাবে গণধর্ষণের ঘটনা শুধু অমানবিক নয়, এটি পুরো জাতিকে লজ্জিত করেছে। এমন জঘন্য অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের সংখ্যা বাড়ছে, যা রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্যই গভীর উদ্বেগের বিষয়। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল শাহরিয়ার আলম, স্যার এ এফ রহমান হল সংসদের পাঠকক্ষ সম্পাদক ওয়াসির আল মাসতুর এবং বায়তুল মাল বিভাগের দায়িত্বশীল আলী হোসেন তন্ময় প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন