আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশকে নাগরিক ঐক্যের সভাপতি মান্না

তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

স্টাফ রিপোর্টার
তফসিল ঘোষণা করায় নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে

আশা অনুযায়ী তফসিল ঘোষণা করার মাধ্যমে নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চাইলে আমার দেশকে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান আমার দেশকে বলেন, তফসিলের ব্যাপারে বলতে গেলে বলব, গুড। এজ এক্সপেক্টেড (আশা অনুযায়ী) তফসিল ঘোষণা করেছে সরকার। তফসিল ঘোষণা করার মাধ্যমে নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে। এখন আমি বলব যে, আমরা এখন ইলেকশনের দরজায় এসে দাঁড়িয়েছি।

নির্বাচন নিয়ে অনেক শঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তফসিল ঘোষণা হলো। দেখা যাক এখন কী হয়? শঙ্কা অনেক আছে। সবকিছু পেরিয়ে একটি গুণমান সম্পন্ন গ্রহণযোগ্য নির্বাচন হোক এটাই আশা করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন