আমার দেশ সম্পাদকের মায়ের ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ২১: ৪২
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ২২: ০৩

দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

এক শোকবার্তায় দলটির নেতারা বলেন, মরহুমা মাহমুদা বেগম ছিলেন একজন গর্বিত ও মহীয়সী মা। তিনি ছিলেন আদর্শ মানুষ গড়ার একজন নিপুণ কারিগর। তাঁর ইন্তেকালে আমরা একজন গুণী মানুষকে হারিয়েছি। হারিয়েছি একজন মহান শিক্ষক এবং সংগ্রামী নারীকে ।

নেতৃবৃন্দ বলেন, মাহমুদুর রহমানের মতো আপোষহীন একজন সাহসী বীর সৈনিক গঠনের পিছনে এই মায়ের যে ভূমিকা তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মকাম নসিব করুন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত