আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এগুলো হাসিনাও করতো— প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে নুর

স্টাফ রিপোর্টার
এগুলো হাসিনাও করতো— প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে নুর
নুরুল হক নুর

আমার দেশ-এর ‘হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা’ শীর্ষক খবর শেয়ার করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেন, ‘এগুলো হাসিনাও করতো।’

বিজ্ঞাপন

শুক্রবার রাতে ডাকসুর সাবেক ভিপি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নুরুল হক লিখেন, ‘এগুলো হাসিনাও করতো! এসব ভংচং শান্তনার ফোনালাপ আর সহযোগিতার আশ্বাস বাদ দিন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।’

Nurul-Hoque-Nur-fb-post

তিনি নিজের ওপর হামলার উল্লেখ করে আরো লিখেন, ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে বর্বরোচিত হামলার পর গঠিত তথাকথিত তদন্ত কমিটি এখনো দায়ীদের চিহ্নিত করে রিপোর্ট দিতে পারেনি। নুরের অভিযোগ, তাদের এই অক্ষমতাই আজকের পরিস্থিতির জন্য দায়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন