দেশে নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা আসবে না: আমিনুল হক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২১: ৪৭

দেশে নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সোমবার রাজধানীর পল্লবী ও আদাবর থানার ৫টি স্পটে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের দোসররা ও ষড়যন্ত্রকারীরা বসে আছে। তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। দেশের বিরুদ্ধে এ ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন হয় না। এ সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। কারণ নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমিনুল হক
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত