বাংলাদেশে উগ্রপন্থার স্থান কখনও ছিল না: স্বপন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ২০: ৫৪

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশে কখনও উগ্রবাদী রাজনীতির স্থান ছিল না, ভবিষ্যতেও থাকবে না। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয় নতুন বাংলাদেশে ইসলামপন্থী উগ্রবাদী রাজনীতির সম্ভাবনা তৈরি হয়েছে। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা দাগনভূঁঞা উপজেলার কুরাইশ মুন্সিবাজার, সিন্ধুরপুর বাজার, রাজাপুর বাজার,অলাতলী বাজারে গণসংযোগ চলাকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বপন বলেন, নতুন বাংলাদেশে রাজনীতি , অর্থনীতি , আইন আদালত সবকিছুকে কেন্দ্র করেই ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে। এমন বাস্তবতায় নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বাংলাদেশের পতিত ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্রের অংশ কিনা সেবিষয়ে সন্দেহ থেকেই যায়। মনে রাখা দরকার অতিতে বিভিন্ন সরকারের সময় ধর্মীয় উগ্রবাদী রাজনীতি নানা সময়েই মাথাচাড়া দিতে ছেয়েছিল। কিন্তু তা এদেশের মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। বাংলাদেশের মানুষ সব সময় গণতান্ত্রিক ধারাতে আস্থা রেখেছে বলেই ভবিষ্যতেও এই মাটিতে উগ্রবাদের স্থান হবে না। এছাড়া আবহমান কাল থেকে বাংলার মানুষ ধর্মপ্রাণ হলেও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বসী। ফলে বাজারে মিথ্যা প্রচারণা ছেড়ে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা লাভবান হবে বলে মনে করি না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত