গণঅভ্যুত্থানে শহীদ ও আহতের জন্য ইসলামী ঐক্যজোটের দোয়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২৩: ৫০

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের আশু রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট। এ উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখেন দলটির ঢাকা মহানগর সভাপতি ও যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ইলিয়াস আতহারী।

তিনি বলেন, মাদ্রাসা নিয়ে উপদেষ্টা শারমিন যে বক্তব্য দিয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। এই বক্তব্যের মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন। অবিলম্বে জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত, অন্যথায় বাংলাদেশের আলেম-ওলামারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, শারমিন মুর্শিদ মাদ্রাসা বিষয়ে অজ্ঞ এবং তার মন্তব্য ধর্মীয় শিক্ষার প্রতি বিদ্বেষ প্রকাশ পেয়েছে, তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এছাড়াও সভায়, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক, খেলাফতে রাশেদার সাধারণ সম্পাদক মাওলানা এম এ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মো. বেলাল হোসাইন, মহাসচিব এইচ এম বরকতউল্লাহ, মাওলানা কারী আরিফ উদ্দিন, ইসলামী ছাত্র সমাজের নেতা মাহফুজ মাওলানা নুরুল হক, আলী আজম হাওলাদার প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত