মামুনের অপহরণকারীদের অবিলম্বে খুঁজে বের করুন: অধ্যক্ষ আশরাফুল হক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪৬

জুলাই যোদ্ধা মামুনের অপহরণকারীদের অবিলম্বে খুঁজে বের করার জন্য আহবান জানিয়েছেন ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

সোমবার রাজধানীর উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে অপহরণ থেকে উদ্ধারের পর গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা মামুনুর রশিদকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যক্ষ আশরাফুল হক বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে প্রথম কেউ ঘুমের শিকার হলেন। ফ্যাসিবাদ আমলে গুম, খুন স্বাভাবিক ঘটনা ছিল। মানুষের অধিকার প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে হাসিনা প্রশাসন। জুলাইয়ের পরে নতুন বাংলাদেশে আবার কেউ গুম হবে এটি আমরা মেনে নিতে পারি না। তাই সরকার এবং প্রশাসনকে অবিলম্বে গুমের সঙ্গে সম্পৃক্ত সবাইকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী দিনে যেন কেউ কাউকে গুম করার মতো দুঃসাহস করতে না পারে।

এ সময় তার সঙ্গে ছিলেন, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা নায়েবে আমির কামরুল হাসান, শাহিদুর রহমান মোল্লা , জামায়াত নেতা মহিউদ্দিন খান, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতারা।

সূত্রমতে, জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মাওলানা মামুনুর রশিদ গত ২২ সেপ্টেম্বর তুরাগের ধউর এলাকা থেকে গুম হন। পরে ২৬ তারিখ দুপুরে পূর্বাচল এলাকায় তাকে ফেলে রেখে যাওয়া হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত