জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা ইশতেহার ঘোষণা অনুষ্ঠান। শুক্রবার বিকেল পৌনে ৪টায় রাজধানী গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক ও সাংবাদিকরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গান।
কিছুক্ষণের মধ্যে এনসিপির 'তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা ইশতেহার' ঘোষণা করবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কবি ও চিন্তক ফরহাদ মজহার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

