আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোহাম্মদপুরে সাবেক যুবদল নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার

মোহাম্মদপুরে সাবেক যুবদল নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকায় রাকিব হোসেন বিশাল নামে এক ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তিনি আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ছিলেন। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জহুরি মহল্লার গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন। তিনি বলেন, মাগরিবের নামাজের পর রাকিব নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পেয়েছি। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটানো হয়েছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন