বিএনপি-জামায়াত আন্ডারস্ট্যান্ডিং করে ভং ধরেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২০: ১৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সামনে যে নির্বাচন আসছে এটি হলো ‘লাউ কদুর ইলেকশন’।

মঙ্গলবার রাজধানীতে ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লাউ হলো বিএনপি আর কদু হলো জামায়াত। চারদলীয় জোটে লাউ কদু একসাথেই ছিলো। জুলাই আন্দোলনেও ছিলো। আপনারা যে লাউ কদুর ইলেকশন করতে যাচ্ছেন তার আগে অনেক কিছু প্রসেস আছে। আমরা বাংলাদেশে কোনো লাউ বিএনপি আর কদু জামায়াত- এ দুটির কোনো ইলেকশন দেখতে চাচ্ছি না।

তিনি আরো বলেন, বিএনপি ও জামায়াত নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এখন এসে একটা ভং ধরেছে যে আমরা বিরোধী, আর তোমরা সরকারে। একটি দলের এক পা ইন্ডিয়ার মধ্যে, আরেকটি দল পাকিস্তানে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত