আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২ ফেব্রুয়ারি কক্সবাজার আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

২ ফেব্রুয়ারি কক্সবাজার আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে কক্সবাজার আসছেন। আগামী ২ ফেব্রুয়ারি তিনি কক্সবাজারে পৌঁছে সকালে শহরের মুক্তিযোদ্ধা মাঠে (গোলচত্বর) ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এছাড়াও তিনি দ্বীপ উপজেলা মহেশখালীতেও একটি জনসভায় যোগ দেবেন।

বিজ্ঞাপন

এসব জনসভায় ডা. শফিকুর রহমানের সাথে ১১ দলের অংশীদার এলডিপি সভাপতি কর্ণেল (অব.) অলি আহমেদসহ কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী।

কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী এক ব্রিফিংয়ে জানিয়েছে, দলীয় প্রধানের এই সমাবেশকে ঘিরে তারা ৫ লাখের বেশি মানুষের জমায়েত করতে চায়। দলটির দাবি, আমীরে জামায়াতের জনসভাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা মাঠে মানুষের উপস্থিতি ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে।

জামায়াত সূত্র জানায়, সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হেলিকপ্টারে জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান প্রথমে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে যাবেন। সেখানে জনসভা শেষে তিনি কক্সবাজার শহরে আসবেন। কক্সবাজার শহরের জনসভার সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা।

শুক্রবার রাতে কক্সবাজার শহর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে বক্তারা আমিরে জামায়াতের সফরকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সফরসূচি ও কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

বক্তারা বলেন, জামায়াত আমিরের এই সফরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে এবং জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতা হিসেবে দেশের প্রতিটি মহানগর ও জেলায় আমীরে জামায়াত সফর করছেন। সেই ধারাবাহিকতায় দলীয় ইশতেহার ঘোষণা, সাধারণ জনগণের সাথে মতবিনিময় এবং জনসম্পৃক্ততাকে অগ্রাধিকার ভিত্তিতে তিনি কক্সবাজারে আসছেন।

এই ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় পর্যটন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম ফারুক কায়সার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ ১১ দলীয় ঐক্যজোটের জেলা ও শহর পর্যায়ের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...