বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে প্রার্থনা করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ঐক্যের প্রতীক।
বুধবার রাজধানীর মিরপুরের সিটি ক্লাবে পল্লবী ও রূপনগরের সর্বস্তরের জনগণের আয়োজনে এক দোয়া মাহফিলে এ আহ্বান জানান তিনি।
বিএনপি’র কেন্দ্রীয় এই নেতা বেগম খালেদা জিয়াকে ‘বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক’ এবং ‘ঐক্যের প্রতীক’ হিসেবে অভিহিত করে বলেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, যিনি বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য বাংলাদেশের মানুষের পাশে এক কাতারে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নন, তিনি বাংলাদেশের সকল দল-মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে আমাদের প্রিয় মাতা, আমাদের প্রিয় নেত্রী, আমাদের সারা বাংলাদেশের অভিভাবক।
আমিনুল হক জানান, নেত্রীর অসুস্থতার খবরে সারা দেশের মানুষ গভীরভাবে চিন্তিত। তিনি বলেন, আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ, প্রত্যেকটি মসজিদ-মাদ্রাসায়, প্রত্যেকটি এতিম শিশু, প্রত্যেকটি মাদ্রাসার হাফেজগণ, সারা বাংলাদেশের আলেম-ওলামা, মাশায়েখগণ প্রত্যেকেই একসাথে দোয়া করছেন আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায়।
অনুষ্ঠানে উপস্থিত পল্লবী-রূপনগরের আলেম-ওলামা, মাশায়েখগণ, কোরআনের হাফেজগণ এবং মহানগর বিএনপি’র নেতৃবৃন্দসহ সকল সাধারণ অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল হক বলেন, আমরা সকলেই আজকে এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনার জন্য। আমরা সেই মহান আল্লাহর কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছেই আমাদের প্রত্যাবর্তন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আমরা প্রার্থনা করি, আপনাদের সকলের দোয়া বা আপনাদের ভিতর থেকে কারো একজনের দোয়া যদি আল্লাহপাক কবুল করেন, সেই দোয়ার বরকতে আল্লাহপাক যাতে আমাদের প্রিয় নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, আল্লাহপাক যাতে আমার প্রিয় নেত্রীকে বাংলাদেশের অভিভাবক, তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারি।’
বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক আরো জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের নির্বাচনকালীন সকল কর্মসূচি বন্ধ করে প্রিয় নেত্রীর জন্য প্রতি ওয়াক্ত নামাজের সময় কিংবা দিনে রাতে বিভিন্ন সময় আমরা যেখানে সমবেত হচ্ছি, শুধু সেই প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়ার অনুষ্ঠান করছি। তিনি দৃঢ়তার সাথে বলেন, “আমরা সেই মহান নেত্রীর জন্য আজকে মন থেকে দোয়া করব। আল্লাহপাক যাতে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন, যাতে তিনি সুস্থ অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসলে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রের কিংবদন্তি আবারও আমাদের নেতৃত্ব দিতে পারেন।

