পটিয়া, পাটগ্রাম ও একে আজাদের বাড়িতে হামলার বিচার চান সাইফুল হক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১: ৩৬

দলীয় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ‘মব সন্ত্রাসের’ হোতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি করেছেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিবৃতিতে ফরিদপুরে হা-মীম গ্রুপের প্রধান দৈনিক সমকালের প্রকাশ এ কে আজাদের বাড়িতে হামলা, পটিয়া ও পাটগ্রাম থানায় বিএনপির স্থানীয় নেতা কর্মীদের পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেছেন, কোনো যুক্তিতেই এসব হামলা-আক্রমণকে অনুমোদন করা যাবে না।

তিনি বলেন, যে যুক্তিতে ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে বিএনপির নেতাকর্মীরা চড়াও হয়েছে- তা উদ্ভট ও হাস্যকর। এ কে আজাদের বাড়িতে ‘আওয়ামী লীগের গোপন মিটিং’ এর ধুয়া তুলে চড়াও হওয়া সন্ত্রাসী তৎপরতা ছাড়া আর কিছু নয়। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে একইরকম অভিযোগ তুলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপিসহ বিরোধী দলসমূহের নেতাকর্মীদের বাড়িতে হামলা করতো।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের পুলিশিী ভূমিকায় আবির্ভূত হওয়ার কোনো অবকাশ নেই। এই ধারা চলতে দিলে বিদ্যমান সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের চেহারা নেবে। পটিয়া ও পাটগ্রাম থানায় বিএনপির পরিচয়ে যারা হামলা, ভাংচুর চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়েছে; রাজনৈতিক পরিচয় দিয়ে এসব সন্ত্রাসী তৎপরতা বিবেচনা করা যাবে না। তিনি বলেন, ‘মব-সন্ত্রাসের’ কথা বলেও এসব তৎপরতা আড়াল করা যাবে না। বিবৃতিতে তিনি বলেন, উত্তরায় হোটেলে ঢুকে নারীদের উপর হামলা করা হয়েছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গত এগারো মাসে ‘মব-জাস্টিসে’র নামে অসংখ্য সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়েছে। অনেকগুলো ঘটনার সাথে সরকারের মধ্যকার নানা অংশের ইন্ধন যোগানোর গুরুতর অভিযোগ রয়েছে। অনতিবিলম্বে এইসব হামলা ও আক্রমণের ঘটনায় অভিযুক্তদের দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের গ্রেপ্তার, কঠোর ব্যবস্থা ও আইনানুগ বিচার করতে হবে। একইসাথে তিনি মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত