মবের রানি হাসিনা: ফারুক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১৫: ৩২

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বাংলাদেশে যে মব সৃষ্টি হচ্ছে সেই মবের রানি হচ্ছেন শেখ হাসিনা, সুশীল সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই— এই মব কে সৃষ্টি করেছে? মবের পক্ষে আমরা না।

বিজ্ঞাপন

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজনে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও ‘মব’ সংস্কৃতির হোতাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী যুব সমাবেশ তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আইন হাতে তুলে নেওয়ার অনুমতি কাউকে দেওয়া হয় নাই। কিন্তু সেদিন ইশরাকের নির্বাচনি প্রচারণায় কাওরান বাজারে খালেদা জিয়াকে যারা মেরে ফেলতে চেয়েছিল সেদিন মাস্টার মাইন্ড মবের রানি শেখ হাসিনা কোনো কর্ণপাত করেনি। হাসিনা হলো মাস্টারমাইন্ড মবের রানি।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফারুক বলেন, কোথায় হারুন, কোথায় বিপ্লব, আপনার আইজি আপনার কমিশনার, গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কেন এখনো তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন।

ড. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি বাঙালি জাতির গর্ব। সারা দেশের মানুষ আপনার প্রীতি মুখিয়ে আছে। আপনার হাত দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, তাই আপনি ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখান।

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপি যুগ্মমহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, আনোয়ার হোসেন বুলু, তাঁতি দলের যুগ্মসাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত