ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৭: ৩৮

আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। এদিন নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মতির কথা ইসিকে জানায় এনসিপি।

বিজ্ঞাপন

বৈঠক শেষে নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, ইসি তাদের তালিকা সংশোধন করে অন্য কিছু প্রতীকের সাথে শাপলা কলিও যুক্ত করেছে। কিন্তু এখানে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়ত রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলা কলি।

তিনি বলেন, আমাদের চাহিত প্রতীকের মধ্যে অন্য কোনো দল যদি এটার জন্য (শাপলা কলির) জন্য আবেদন করে, তখন শাপলা প্রতীক নিয়ে একটা সংকট তৈরি হতে পারে। সে জন্য এটা আমরা আবেদনের মধ্যে দিয়ে রেখেছি।

বৈঠকে শাপলা কিংবা কলি যাই দিক দ্রুত এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইসির কাছে আহ্বান জানিয়েছে দলটি।

তিনি আরও বলেন, নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। আমরা অংশ নিতে চাই। শাপলা কলি নিয়েও আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা চেয়েছিলাম শাপলা, ইসি একধাপ এগিয়ে কলি যুক্ত করেছে। এটাকে আমরা পজেটিভভাবে দেখছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা জানান, আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। ৩০০ আসনেই প্রার্থী দেবে দলটি। নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত