আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ ৩ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

আজ ৩ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে আজ রোববার রাজধানী ঢাকার তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের পক্ষে জনসভা অনুষ্ঠিত হবে। এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সূত্র জানায়, রোববার বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেনের পক্ষে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াত আমির ছাড়াও জামায়াত ও ১০ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন
Jamat amir 2

দুপুর ২টায় গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নানের নির্বাচনি জনসভা। এ ছাড়া বিকেল ৪টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনের প্রার্থী হাজি এনায়েত উল্লাহর পক্ষে নির্বাচনি জনসভার আয়োজন করা হয়েছে।

এসব জনসভায়ও জামায়াত ও ১০ দলীয় ঐক্যের বিভিন্ন নেতা বক্তব্য দেবেন। তিনটি জনসভা সফলের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন