যারা মুক্তিযুদ্ধ মানে না তাদের নির্বাচনের অধিকার নেই: বুলু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১৬: ১৩

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মানে না তাদের এ দেশে নির্বাচন করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত সাবেক মন্ত্রী মশিয়ূর রহমান যাদু মিয়ার ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

যাদু মিয়া কে নিয়ে তিনি বলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ যাদু মিয়া। বারবার দেশের গণতন্ত্রের সংকটে এমন রাজনীতিবিদ প্রয়োজন।

বুলু বলেন, জামায়াতে ইসলামির আমির এক সময় ছাত্রলীগের রাজনীতি করেছেন। একাত্তর দেশের মূল স্তম্ভ, এটি যারা মানে না তাদের ভোট চাওয়ার যোগ্যতা নেই।

এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যাদু মিয়ার অবদান রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্র ফিরে আসবে। তাই সেই পথেই গিয়ে দেশকে বাঁচাতে হলে আমাদের কাজ করতে হবে। বিএনপি নির্বাচনমুখী দল, তাই নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাই।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত