পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে প্রার্থীর পরিচয় করিয়ে দেয়া স্ববিরোধী: খায়ের ভূঁইয়া

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৮: ৩৩

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। একটি দল বলে যে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, আর এখানে গ্রামেগঞ্জে ভোট কুড়িয়ে বেড়ায় আর প্রার্থীর পরিচয় করিয়ে দেয়, এটা হলো স্ববিরোধী বক্তব্য। অন্তরে এক বাহিরে আরেক।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা স্থানীয় নবীগঞ্জ মাদ্রাসা মাঠে মহিলা দলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ ধরনের যারা দ্বিচারী তাদের সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। কথায় এবং কাজে মিল থাকতে হবে।

বিজ্ঞাপন

আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এবং কাজে মিল রয়েছে। হাসিনার সঙ্গে তিনি কখনো আঁতাত করেননি, দীর্ঘদিন জেলে খেটেছেন। এরশাদের সঙ্গে আঁতাত করেননি, জেল খেটেছেন। খালেদা জিয়ার দল বিএনপি, আমরা যেটা বলি সেটা করি। আমাদের নেতা তারেক রহমান যেটা বলেছেন, আগামীদিনে বাংলাদেশের প্রত্যেকটা লোকের দায়-দায়িত্ব উনি নিবেন। কারা ভোট দিয়েছে, না দিয়েছে তাতে কিছু যায় আসে না।

তিনি আরও বলেন, ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। একটি দল গ্রামেগঞ্জে মা-বোনদেরকে ভুল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে। এটা কোথা থেকে পেলো, ডিলারশিপ দিলো কারা, কারা বিক্রি করে এটা আমরা জানি না। একটি দল আমাদের দেশে এই অপকর্ম করছে। আবার দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি মানুষ বেহেশতে যাবে না, এই সমস্ত কথা বলে তারা।

চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি বীনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক কামালুর রহমান মানিক প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত