২২৩ আসনে প্রার্থী ঘোষণা করলো বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৬: ৪৯
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৫: ৩০

বাংলাদেশ খেলাফত মজলিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রথম ধাপে মোট ২২৩টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আমির শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বাকি আসনগুলোতেও প্রার্থী যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।

এসময় তিনি দলীয় অবস্থান ব্যাখ্যা করে বলেন, আগামী নির্বাচনে যদি দ্বিকক্ষ চূড়ান্ত হয়, সেক্ষেত্রে উচ্চকক্ষে সম্পূর্ণ পিআর পদ্ধতি প্রস্তাব করছি। আর উচ্চকক্ষ হোক বা না হোক-নিম্বকক্ষে মিক্সড পদ্ধতির প্রস্তাব করছি। এতে বর্তমান বিতর্কের অবসান হতে পারে।

মামুনুল বলেন, একদলীয় একচ্ছত্র শাসনব্যবস্থা জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে ব্যর্থ। আনুপাতিক পদ্ধতিই পারে সকল শ্রেণি ও মূলধারার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে।

গোপাগঞ্জে এনসিপির পথসভায় আওয়ামী ফ্যাসিবাদীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, তারা সরকারের অনুমতি নিয়েই এই সভা করেছিল। কিন্তু ওই সমাবেশে ফ্যাসিবাদীরা হামলা করে জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে। তারা ১৪৪ ধারাও তোয়াক্কা করেনি। এ অবস্থায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুঃখজনকভাবে ইদানীং দেখা যাচ্ছে, ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেদের মধ্যেই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে। এই পারস্পরিক বিরোধ ফ্যাসিবাদের দোসরদের উৎসাহিত করছে। তারা জুলাই-আগস্টের বিপ্লবীদের বিরুদ্ধেও হামলার দুঃসাহস দেখাচ্ছে। আমরা সবাই যদি সচেতন না হই, তবে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেবে। এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার।

তিনি বলেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে শৈথিল্য দেখালেও সেনাবাহিনীর নেতৃত্বে দুষ্কৃতিকারীদের দ্রুত প্রতিহত করা হয়েছে, যা প্রশংসনীয়। প্রশাসনের প্রতি আহ্বান জানাই—এই হামলাকারী আওয়ামী লীগ দোসরদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন জেলা নয়; ইসলাম ও মুসলমানদের কল্যাণে এর রয়েছে এক গৌরবময় ঐতিহ্য। ইনশাআল্লাহ, এখানকার মানুষই এসব হামলাকারীদের প্রতিহত করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত