সাবেক এম‌পি সেঁজু‌তি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ মে ২০২৫, ১০: ০৪
আপডেট : ২০ মে ২০২৫, ১০: ৩৪

সাতক্ষীরা জেলা আওয়ামী লী‌গের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়লা পারভীন সেঁজু‌তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পু‌লিশ।

বিজ্ঞাপন

সোমবার মধ্যরাতে সাতক্ষীরার ইটাগাছা হাটের মোড় নিজ বা‌ড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেঁজুতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ও সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, লায়লা পারভীন সেঁজুতিকে সাতক্ষীরা সদর থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্টে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত