আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জোটের চূড়ান্ত সমঝোতা: এনসিপি লড়বে ৩০ আসনে

আমার দেশ অনলাইন

জোটের চূড়ান্ত সমঝোতা: এনসিপি লড়বে ৩০ আসনে

জামায়াতে ইসলামীর নেতৃত্বে প্রক্রিয়াধীন ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপিকে লড়াইয়ের জন্য ৩০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে ২৫৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে জামায়াতে ইসলামীসহ ১০ দল। এদিন সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন

ঘোষিত তালিকা অনুযায়ী জামায়াতে ইসলামী পেয়েছে ১৭৯টি আসন, এনসিপি ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসন, খেলাফত মজলিস ১০টি আসন, এলডিপি ৭টি আসন, এবি পার্টি ৩টি আসন, নেজামে ইসলামি পার্টি ২টি আসন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসন। বাকি ৪৭টি আসন রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন