আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন এসব আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন।
এর মধ্যে দিনাজপুর-৩ আসনে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির এনসিপির মনোনয়ন পেয়েছেন। এদিকে একই আসনে বিএনপি খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে।
প্রসঙ্গত, গত নভেম্বরের শুরুতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না তারা। কিন্তু সেই কথা রাখেনি দলটি। দিনাজপুর-৩ ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। এছাড়া এই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।
বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে ভোট করবেন বেগম খালেদা জিয়া।

