হলোকস্ট নিয়ে বিতর্কিত পোস্ট করায় গত সোমবার ইসরাইলি রাষ্ট্রদূত ইয়াকভ ফিনকেলস্টাইনকে তলব করেছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশ কর্তৃপক্ষ ইহুদিদের তারকা ব্যাজ পরতে বাধ্য করেছিল বলে ইঙ্গিত দিয়ে ঐতিহাসিক তথ্যকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগে তাকে এই তবল করা হয়।
ইসরাইলি রাষ্ট্রদূত ইয়াকভ ফিনকেলস্টাইনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ব্যাপক বিতর্ক শুরু হয় ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ইসরাইলি রাষ্ট্রদূতের মন্তব্য- পোল্যান্ডই প্রথম দেশ যেখানে ইহুদিদের ‘আশেপাশের জনসংখ্যা থেকে বিচ্ছিন্ন করার জন্য একটি স্বতন্ত্র ব্যাজ’ পরতে বাধ্য করা হয়েছিল।
পোল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি সেই সময় পোল্যান্ড যে নাৎসি জার্মান দখলে ছিল তা স্পষ্ট করতে ব্যর্থ হওয়ার জন্য পোস্টটির সমালোচনা করেন।
এক্স বার্তায় পোল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি লেখেন- বিভ্রান্তিকর পোস্টটি সংশোধন করা হয়নি, তাই আমি ইসরাইলের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার সিদ্ধান্ত নিয়েছি।
ইয়াদ ভাশেমের চেয়ারম্যান দানি দায়ান এক্স বার্তায় লেখেন- নাৎসিবাদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক বাস্তবতা উপস্থাপন করে, যার মধ্যে জার্মান দখল, নিয়ন্ত্রণ বা প্রভাবের অধীনে থাকা দেশগুলোও অন্তর্ভুক্ত। পোল্যান্ড প্রকৃতপক্ষে জার্মান দখলের অধীনে ছিল।

