জাতীয় সরকার গঠনের আহ্বান ইনকিলাব মঞ্চের

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৩: ০১
আপডেট : ২৪ মে ২০২৫, ১৩: ০৭

গণহত্যার দ্রুত বিচার, মৌলিক সংস্কার এবং জাতীয় নির্বাচন সম্পন্ন করতে জাতীয় সরকার কিংবা জাতীয় ঐক্য কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সরকারের মেয়াদ হবে আগামী বছরের জুন মাস পর্যন্ত।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করেন। যদি জাতীয় সরকার গঠন কোনো কারণে সম্ভব না হয় তাহলে আমাদের দ্বিতীয় প্রস্তাবনা হলো আপনারা জাতীয় ঐক্য কাউন্সিল গঠন করেন। এই জাতীয় ঐক্য কাউন্সিলের প্রধান থাকবেন ড. মুহাম্মদ ইউনূস এবং কাউন্সিলের সদস্য থাকবেন প্রত্যেক রাজনৈতিক দলের একজন সদস্য। এর সাংবিধানিক মর্যাদা হবে কেবিনেট কিংবা উপদেষ্টা পরিষদের মর্যাদার সমান। তারা উপদেষ্টা কিংবা মন্ত্রী হবেন না ঠিকই কিন্তু দেশের সব ব্যাপারে মতামত দিতে পারবে।

এসময় জাতীয় ঐক্য গঠনে দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার, সংস্কার এবং নির্বাচন সম্পন্ন করার জন্য আপনারা ড. ইউনূসের হাতকে শক্তিশালী করেন। এই সরকার গণহত্যার দ্রুত বিচার এবং মৌলিক সংস্কার না করেই যদি দ্রুত নির্বাচন দিয়ে দেয় তাহলে দেশে নিশ্চিতভাবে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত