আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার

জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

প্রত্যাহারের মধ্য দিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনি ঐক্যের। আজ প্রতীক বরাদ্দ পাওয়ার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারে নামার প্রস্তুতি নেবেন প্রার্থীরা। দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে আনুষ্ঠানিক লড়াই শুরু করবেন তারা।

বিজ্ঞাপন

এরই মধ্যে ভোটের প্রচারকাজ চালাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতসহ শরিক দলগুলো। প্রার্থীদের উদ্যোগ ছাড়াও কেন্দ্রীয়ভাবে শীর্ষ নেতারা সারা দেশ সফর করবেন নির্বাচনি প্রচারে। একই সঙ্গে গণভোটে ‘হ্যা’-এর পক্ষেও চলবে গণসংযোগ। জামায়াতের পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরও এই ইস্যুতে সারা দেশে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানা গেছে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন দলের আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল ২২ জানুয়ারি ঢাকা মহানগরীর মধ্য দিয়ে তার এই সফর শুরু হবে। বিকেলে মিরপুর ১০ নম্বরে ঢাকা-১৫ আসনে নিজ নির্বাচনি এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। এছাড়া অন্যান্য নির্বাচনি এলাকায়ও তার গণসংযোগের কথা রয়েছে। পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গে সফর করবেন জামায়াত আমির।

সূত্রমতে, ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

২৪ জানুয়ারি সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন