আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিদ্যালয়ে শিশুদের দিয়ে নির্বাচনি স্লোগান, দুই ছাত্রদল নেতাকে আদালতে তলব

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

বিদ্যালয়ে শিশুদের দিয়ে নির্বাচনি স্লোগান, দুই ছাত্রদল নেতাকে আদালতে তলব
পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আমার দেশ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে দুই ছাত্রদল নেতাকে তলব করেছেন আদালত। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।

বিজ্ঞাপন

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচন এলাকা-২৫, কুড়িগ্রাম-১, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর সদস্য ও কুড়িগ্রামের সিভিল জজ মুহাম্মদ আয়াজ স্বাক্ষরিত এক পত্রে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোকাদ্দেছ আলী ও শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোঃ শাহজাহানকে একটি নোটিশ দেয়া হয়েছে। এতে আগামী ২৭ জানুয়ারি কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কক্ষ নম্বর ৭০১ ও ৭০২-এ উপস্থিত হয়ে নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। পত্রটি গত ২৫ জানুয়ারি স্বাক্ষরিত হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, এ বিষয়ে অভিযুক্তদের কাছে সমন পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেছ হোসাইনসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিশু শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে বাধ্য করছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিভাবকসহ সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনার পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্য সচিব মাইদুল হোসাইন স্বাক্ষরিত এক পত্রে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেছ হোসাইনকে নির্বাচন পরিচালনা কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...